ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ইতিহাসের আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয়েছে’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইতিহাসের আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রচলিত আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়ে গেছে। এখন নিয়তি ও ইতিহাসের আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে।’

বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘খুনিরা সেদিন ভেবেছিল, বাংলার ইতিহাস বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেবে। তাকে বারবার ষড়যন্ত্রের ছোরা দিয়ে আঘাত করা হয়েছে। কিন্তু ৪২ বছর সেই ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে বঙ্গবন্ধু তার সমাধি থেকে জেগে উঠেছেন।’

ধানমন্ডি ৩২ নম্বর থেকে কয়েক গজ দূরে পান্থপথের একটি আবাসিক হোটেলে আত্মঘাতী বোমা হামলায় একজন জঙ্গি নিহতের ঘটনার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল ৩২ নম্বরে আবারও একটা ১৫ আগস্ট ঘটে যেতে পারত। ২১ আগস্ট আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট ধরে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। গতকালও ছিল আরেক আতঙ্ক। সেই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটতে পারত। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, আমাদের পুলিশ বাহিনী এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে। আতঙ্কের মধ্যেও লাখ লাখ মানুষের স্রোত নেমেছিল ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যারা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ভুয়া জন্মদিবস পালন করে উৎসবের কেক কেটে, গতকাল সারা বাংলার জনরোষের মুখে প্রমাণ হয়েছে, কেক কাটার উৎসব জনগণই পণ্ড করে দিয়েছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথভাবে সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। জাতীয় নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশ নেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়