ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইন্টারনেটের মূল্য কমানোর দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৪, ২২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্টারনেটের মূল্য কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক : সকল প্রকার ইন্টারনেটের মূল্য কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। 

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন সভাপতি মহিউদ্দীন আহমেদ  বলেন, বর্তমান সরকার ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা যুগোপযোগী হলেও এ খাতে ভোক্তা স্বার্থ রক্ষা ও প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত না করার ফলে প্রযুক্তি খাতের ভোক্তারা  চরম বিপাকে পড়েছে।

এ সময় তিনি সরকারের কাছে ৭ দফা দাবি জানান।

দাবিগুলো হলো : ১. দেশের জনগণের প্রকৃত অবস্থা বিবেচনায় নিয়ে  ইন্টারনেটের মূল্য নির্ধারণ করা ।

২.    অপারেটরদের লোভনীয় অফার না দিয়ে মানসম্মত সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে।

৩.    এ খাতের শুল্ক কমাতে হবে। তাতে করে দেশের ১৬ কোটি মানুষই প্রযুক্তি ব্যবহার করতে পারবে এবং সরকারের রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি পাবে।

৪.    প্রযুক্তি খাতের ভোক্তাদের জন্য আলাদা প্রযুক্তিবান্ধব ভোক্তা অধিকার আইন প্রণয়ন করতে হবে।

৫.    ফোর-জি চালুর পূর্বেই নেটওয়ার্ক ব্যবস্থা উন্নত ও ছত্রতত্র  মোবাইল ফোন টাওয়ার তৈরি করা বন্ধ করতে হবে।
৬.    ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণ করে দিতে হবে। যার সর্বোচ্চ মাসিক মূল্য ১০০ টাকার বেশি হবে না।

৭.    প্রযুক্তির অপব্যবহার রোধে ব্যাপকভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মানববন্ধনে  সংগঠনের সাধারণ সম্পাদক  আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আমানুল্লাহ মাহফুজ, গণমোর্চার আহ্বায়ক মো. মাসুম, সংগঠনের সদস্য রেজাউল করিম, আব্দুর রাজ্জাক, নূর মো. সিরাজী, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/মেহেদী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়