ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইবি প্রক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবি প্রক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অতিরিক্ত জ্বালানি খরচের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।

রোববার তার বিরুদ্ধে গাড়ি বিলাস ও জ্বালানির অতিরিক্ত ব্যবহার নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে বিলাসী গাড়ি ও অতিরিক্ত জ্বালানি ব্যবহার নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া ও পরিবহন অফিসের সহকারী রেজিস্ট্রার মওদুদ আহমেদ।

এ কমিটিকে যথাসম্ভব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৮ সেপ্টেম্বর ২০১৭/কাঞ্চন কুমার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়