ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইবিএল ও বেসিস আনলো কো-ব্র্যান্ডেড ইউএসডি মাস্টারকার্ড

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবিএল ও বেসিস আনলো কো-ব্র্যান্ডেড ইউএসডি মাস্টারকার্ড

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মাস্টারকার্ডের সাথে পার্টনারশীপের মাধ্যমে নিয়ে এলো কো-ব্র্যান্ডেড ইউএসডি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্ডের উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশ যে সঠিক পথেই এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে এই ধরনের অংশীদারিত্ব। অর্থনৈতিক ব্যবস্থা এবং লেনদেনকে ডিজিটালাইজিং করা আমাদের প্রকৃত ডিজিটাল দেশ হওয়ার পেছনের অন্যতম কারণ হবে এবং ডিজিটাল বাংলাদেশের মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করবে।’ মাস্টারকার্ড, বেসিস এবং এরকম কোম্পানিগুলো আগামীতেও এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

বেসিস সভাপতি মুস্তফা জব্বার বলেন, ‘বেসিস তাদের মেম্বার কোম্পানিগুলোকে সর্বদা সর্বোত্তম সেবা প্রদান করে থাকে এবং এই কার্ডটি ব্যবসায়ের ক্ষেত্রে তাদেরকে উন্নত পরিবেশ দেয়ার আরো একটি প্রচেষ্টা। এছাড়া আমরা আশা করছি এই কার্ডের মাধ্যমে দেশের আইটি সেবাসমূহ বৃদ্ধি ও এর পাশাপাশি রপ্তানিতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

অনুষ্ঠানে ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ‘আমরা মাস্টারকার্ড ও বেসিস-এর সাথে এই ত্রিমুখী পার্টনারশিপে অত্যন্ত আনন্দিত। মাস্টারকার্ডের সাথে এটি আমাদের প্রথম অংশীদারিত্ব বা কো-ব্র্যান্ডেড কার্ড নয়। তাই আমরা বিশ্বাস করি আমাদের পূর্বের সকল পার্টনারশিপের মত এটিও সফল হবে।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘সবচেয়ে বেশি মানুষকে ভালো সুযোগটি দেওয়ার জন্য আমরা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। এর জন্য একটি বৈচিত্র্যপূর্ণ পণ্যের পোর্টফোলিও, যার মধ্য থেকে গ্রাহকরা নিজেদের পছন্দমত কার্ডটি বেছে নিতে পারবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিটি ডিভিশনের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা।’



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়