ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ইভিএম কেন্দ্রে সেনাবাহিনী সহযোগিতা করবে’

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইভিএম কেন্দ্রে সেনাবাহিনী সহযোগিতা করবে’

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, যেসব কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থাকবে, সেসব কেন্দ্রে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল কোরের সদস্যরা সহযোগিতা করবে।

রোববার দুপুরে রংপুরে আরডিআরএস বাংলাদেশ মিলনায়তনে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ সব কথা বলেছেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘‘জনগণের আস্থা অর্জনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হবে। কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত। ইতিমধ্যে ভোটার তালিকা প্রণয়ন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষ হয়েছে। আমরা প্রতিটি বিভাগে নারীদের ভোটে অংশগ্রহণ বিষয়ক ওয়ার্কশপ করছি। লেভেল প্লেয়িং ফ্লিড তৈরির জন্য কাজ করছি। জনগণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।’’

পরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ২ দিনব্যাপী ইলেকশন বিষয়ক ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা নির্বাচন কমিশনের উপপ্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরী, ইউএন প্রতিনিধি মিজ আসুকো হিরোকাওয়া প্রমুখ।



রাইজিংবিডি/রংপুর/১১ নভেম্বর ২০১৮/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়