ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইরমার তাণ্ডব : হাসপাতালে ৮ জনের মৃত্যু

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরমার তাণ্ডব : হাসপাতালে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : হারিকেন ইরমার তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিদ্যুতহীন একটি হাসপাতালে আটজন মারা গেছে।

পুলিশ জানিয়েছে, ইরমার তাণ্ডবের পর হাসপাতালটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার সেখান থেকে ১১৫ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ব্রোয়ার্ড সিটি মেয়র বারবারা শেরিফ জানিয়েছে, হলিউড সিটির ওই নার্সিং হোমে আটজন মারা গেছে।

হারিকেন ইরমার তাণ্ডবের পর ফ্লোরিডার ১০ মিলিয়ন লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হলিউড পুলিশ প্রধান থমাস সানচেজ জানান, নার্সিং হোমটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাণহানির ঘটনা পুলিশ তদন্ত করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত মঙ্গলবার সেখানে ৩২ ডিগ্রি তাপমাত্রা ছিল। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে হাসপাতালের এসিগুলো কাজ না করায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র : বিবিসি

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়