ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মেঘনা নদীর মোহনায় ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রত্যেক জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুই জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- উপজেলার চরআলাউদ্দিন গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. শেখ ফরিদ (২৪), সিরাজুল মাওলার ছেলে মো. সোহাগ (২৮), জামশেদ উদ্দিনের ছেলে মাঈন উদ্দিন (২৬)। এ ছাড়া একই গ্রামের চান মিয়ার ছেলে মো. রিয়াজ (১৮), হুমায়ন কবিরের ছেলে ফয়সলকে (১৯) জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম উপজেলা মৎস্য কর্মকর্তা পীজুষ প্রভাকরকে নিয়ে উপজেলার চরআলাউদ্দিন এলাকায় অভিযান চালায়। এ সময় তিন হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। 



রাইজিংবিডি/নোয়াখালী/১১ অক্টোবর ২০১৭/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়