ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইলিশের জীবন রহস্য উদঘাটনের কাজ দ্রুত সম্পন্নের আহ্বান

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইলিশের জীবন রহস্য উদঘাটনের কাজ দ্রুত সম্পন্নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : ইলিশের জীবন রহস্যের উদঘাটন কাজ দ্রুততার সাথে সম্পন্নের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

সোমবার মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ইলিশের জিনোম সিকোয়েন্সিং উন্মোচন সংক্রান্ত’ গবেষণা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইলিশের জীবন রহস্য সংক্রান্ত গবেষণার অগ্রগতি ও ফলাফল সম্পর্কে অবহিত হতে আগ্রহ প্রকাশ করায় এ কর্মশালার আয়োজন করা হয়।

জাতীয় মাছ ইলিশের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই আহরণ নিশ্চিতকরণের ওপর জোর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড হাসিনা খান বলেন, ইলিশ এখন বিশ্বে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃত। তাই দেশীয় ইলিশের জীবন রহস্য প্রস্তুতকরণ, জিনোমিক ডাটাবেজ স্থাপনে গবেষণায় সাফল্য পাওয়ায় ইলিশের ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইছ উল আলম মণ্ডলের সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের ডিজি আবু সাঈদ মো. রাশেদুল হক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড. ইয়াহিয়া মাহমুদ, পাট গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড. মঞ্জুরুল আলম, কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড গোলাম কাদের খান, পোল্ট্রি বিভাগের অধ্যাপক ড. বজলুর রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড .জাহাঙ্গীর আলম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৮/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়