ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইশতেহারে আদিবাসীদের অধিকার ইস্যু অন্তর্ভুক্তির দাবি

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইশতেহারে আদিবাসীদের অধিকার ইস্যু অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের অধিকার ইস্যুসমূহ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী সংগঠন ঐক্য পরিষদ।

আজ রোববার দুপুরে টাঙ্গাইলে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দেশে ৪৫টি সম্প্রদায়ের প্রায় ৫০ লাখ আদিবাসী লোক বসবাস করে। তাদের নিজস্ব ভাষা, পোশাক, কৃষ্টি-সংস্কৃতি, বাদ্যযন্ত্র, খাবার এবং নিজস্ব ঐতিহ্য আছে, যার উপর তারা নির্ভরশীল। অন্যান্য জাতিগোষ্ঠীর থেকে তারা আলাদা বৈশিষ্ট্য বহন করে।

তারা বলেন, সমতল এলাকার আদিবাসীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে এবং নানা উপায়ে আদিবাসীদের উপর নির্যাতন চলছে, যা তাদের নিঃস্ব করেছে অথবা দেশান্তরী হতে বাধ্য করছে। বর্তমানে এর মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য আগামী নির্বাচনে সব দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের অধিকার অন্তর্ভুক্তির দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ভদ্র স্রং, যুগ্ম আহ্বায়ক অজয় মৃ, মহাসচিব অরণ্য ই চিরান, জয়েনশাহী আদিবাসী পরিষদের সভাপতি ইউজিন নকরেক, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি লিংকন ডিব্রা, গারো স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি বানাড হাজং, হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজং প্রমুখ।



রাইজিংবিডি/টাঙ্গাইল/১৪ অক্টোবর ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়