ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইহুদি বসতি স্থাপনে সমর্থককে ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ ট্রাম্পের

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইহুদি বসতি স্থাপনে সমর্থককে ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনজীবী ডেভিড ফ্রাইডম্যানকে ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। ট্রাম্পের ট্রানজিশন টিমের পাঠানো বিবৃতির বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

 

ফ্রাইডম্যান ইসরায়েল-ফিলিস্তিন দুই রাষ্ট্র ধারণার কঠোর সমালোচক। তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণের সমর্থক। ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পে ফ্রাইডম্যান মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

 

জাতিসংঘ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে বহু আগে থেকেই। অথচ নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন। এছাড়া তিনি তেল আবিবের সাথে ওয়াশিংটনের সম্পর্ক আরো জোরদার করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

ট্রাম্পের ট্রানজিশন টিম বলেছে, ‘ফ্রাইডম্যানের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্ক তার কূটনৈতিক মিশনের ভিত্তি গড়ে তুলবে।’

 

ফ্রাইডম্যান তার নিয়োগের প্রতিক্রিয়ায় বলেছেন, ইসরায়েলের চিরস্থায়ী রাজধানী জেরুজালেমের মার্কিন দূতাবাসে কাজ করার জন্য তিনি অপেক্ষা করছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়