ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঈদের আগে চালু হবে সীমাখালী বেইলি ব্রিজ

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের আগে চালু হবে সীমাখালী বেইলি ব্রিজ

মাগুরা প্রতিনিধি : মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার সীমাখালীর চিত্রা নদীর উপর বেইলি ব্রিজের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ঈদের আগে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলবে বলে ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছে।

ঈদের আগে যাতে ব্রিজটি চালু করা যায়, সেই জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। দুই শতাধিক শ্রমিক রাত-দিন কাজ করে যাচ্ছেন। ঈদের আগে ব্রিজ চালু করা সম্ভব হবে বলে হেড মিস্ত্রি জাহাঙ্গীর হোসেন স্বপন আশাবাদ ব্যক্ত করেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি ব্রিজটি ভেঙে পড়ার পর প্রায় সাড়ে চার মাস অতিবাহিত হতে যাচ্ছে। ঈদের আগেই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারলে কয়েক লাখ যাত্রীর দুর্ভোগ লাঘব হবে।

দুই লেনের বেইলি ব্রিজের একাংশের কাজ শেষ করে জনসাধারণের পায়ে হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেতু ভেঙে পড়ার পর টেন্ডার প্রক্রিয়া শেষ করে প্রায় দেড় মাস পর ২৪ মার্চ শুরু হয় ব্রিজ নির্মাণ কাজ। কার্যাদেশে ৪৫ কার্যদিবসে নির্মাণ শেষ করার কথা ছিল। সিডিউলের নির্ধারিত সময় গত ৩০ মে শেষ হয়েছে। 

ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, ঈদের আগেই নির্মাণ কাজ শেষ করে যাতে যানবাহন চলাচল করতে পারে, সেভাবেই সর্বাত্মক  চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বেইলি ব্রিজের নির্মাণ কাজ সম্পর্কে জানতে চাইলে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরন্নবী তরফদার বলেন, কাজ সঠিক নিয়মে চলছে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যে নির্মাণ সম্ভব হয়নি সেটা ঠিক, আসন্ন ঈদের আগেই নির্মাণ শেষ হবে।



রাইজিংবিডি/মাগুরা/২০ জুন ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়