ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের আনন্দ অধরা : এরশাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের আনন্দ অধরা : এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বিনা বিচারে হত্যা আর বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের ওপর জুলুম, নির্যাতনের কারণে ঈদের আনন্দ অধরা রয়ে যায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, রমজানেও দেশে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, অথচ প্রতিটি মানুষেরই বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিনা বিচারে মানুষ হত্যা বন্ধে সরকারের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।

রোহিঙ্গাদের ওপর পৈশাচিক নির্যাতন এবং ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধে বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রাক্তন এই রাষ্ট্রপতি।

 



এ সময় বিরোধীদলের নেতা ও পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, তাজুল ইসলাম চৌধুরী, মুজিবুল হক চুন্নু, মাসুদ পারভেজ সোহেল রানা, আতিকুল ইসলাম আতিক, মীর আবদুস সবুর আসুদ, আজম খান, মেজর (অব.) খালেদ আকতার, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ফখরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্মমহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক ইসাহক ভুইয়া, আমির উদ্দিন আহমেদ ডালু, জসিম উদ্দিন ভূইয়া, ফখরুল আহসান শাহাজাদা, নির্মল দাস, হেলাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শারমিন পারভিন লিজা, ডা. সেলিমা খান, গোলাম মোস্তফা, কাজী আবুল খায়ের, যুগ্মদপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।

পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের এবং ফিলিস্তিনের ওপর ইসরাইলের গণহত্যা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।

এর আগে সকাল ৮টায় প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের নামাজ আদায় করেন। এ সময় সাদ এরশাদ ও এরিখ এরশাদসহ পরিবারের সদস্যরা তার সাথে ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়