ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ঈদের পরেই ফয়সালা হবে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঈদের পরেই ফয়সালা হবে’

নিজস্ব প্রতিবেদক : ঈদের পরেই সরকারের সঙ্গে ফয়সালা হবে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই ফয়সালা হবে গণতন্ত্রের এবং সহায়ক সরকার প্রতিষ্ঠার।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, 'দেশে এখন আইনের শাসন বলে কিছু নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দের উপর আক্রামণেই তাদের অতীত চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, 'বিএনপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিশোধ নেওয়া হবে আগামী দিনে সহায়ক সরকার প্রতিষ্ঠা করে ২০ দলীয় জোটকে ক্ষমতায় বসানোর মাধ্যমে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে।’

সরকারের উদ্দেশ্য বিএনপির এই নেতা বলেন, 'যত চেষ্টা আর বিএনপির নেতৃবৃন্দের উপর ভয়ভীতি প্রদর্শন করুন না কেন ক্ষমতায় আপনারা থাকতে পারবেন না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, 'সময় থাকতে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে আলোচনা শুরু করেন। ব্যর্থ হলে আপনাকে আন্দোলনের মুখোমুখী হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণ যখন আবার ঝাঁপিয়ে পড়বে তখন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।’

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুঁদার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের মহাসচিব রফিকুল ইসলাম, বিএনপি নেতা এম জাহাঙ্গীর আলম।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়