ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

উচ্চাকাঙ্খা পূরণে প্রয়োজন অভ্যন্তরীণ সম্পদ আহরণ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উচ্চাকাঙ্খা পূরণে প্রয়োজন অভ্যন্তরীণ সম্পদ আহরণ

কর্মশালায় বক্তব্য রাখছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী (ছবি : শাহীন ভূঁইয়া)

অর্থনৈতিক প্রতিবেদক : উন্নত ও মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার মতো উচ্চাকাঙ্খা পূরণের জন্য  অভ্যন্তরীণ সম্পদ থেকেই অর্থ আহরণ করতে হবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার রাজধানীর হোটেল পূর্বালী ইন্টারন্যাশনাল লিমিটেডে এনবিআর, ইউএসএআইডি ও এডিবির যৌথ আয়োজনে ‘অথরাইজড ইকোনমিক অপারেটর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা কাস্টমস হাউজ কমিশনার প্রকাশ দেওয়ান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ব্যবসা-বাণিজ্য বা দেশের অভ্যন্তরীণ উৎপাদন থেকে নিজের চলার জন্য এবং দেশ ও মানুষের উন্নয়নের জন্য রাজস্ব আহরণ করতে হবে। আমাদের যে বিশাল আকাঙ্খা, উন্নত দেশ হতে হবে, মধ্যম আয়ের দেশ হতে হবে। সবার জন্য বিদ্যুৎ, ইন্টারনেট, ওয়াইফাই লাগবে। সবার মধ্যে যে উচ্চ আকাঙ্খা তার জন্য অর্থের প্রয়োজন। সে অর্থ অভ্যন্তরীণ সম্পদ থেকে জোগাড় করার জন্য সিস্টেমের প্রয়োজন।’

তিনি বলেন, ‘আগের যুগে রাজা বাদশা, ব্রিটিশরা সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা, প্রয়োজনীয় কিছু প্রশাসনিক কাঠামো ধরে রাখার জন্য বিশেষ করে পুলিশ, সেনাবাহিনীর খরচ জোগারের জন্য ভূমি রাজস্ব ও কিছু শুল্ক রাজস্ব আদায় করতেন। তখন ভূমি রাজস্ব একটি বড় বিষয় ছিল। ধীরে ধীরে ভূমি রাজস্ব প্রায় শেষ হয়ে যায়।’

মান্নান বলেন, ‘এখন টাকা বের করে আনার জন্য পথ লাগবে। সেই টাকা বের করে আনার জন্য এনবিআর আগে থেকেই চেষ্টা করে যাচ্ছে। বিকল্প সিস্টেম সৃষ্টি না হওয়া পর্যন্ত এ টাকা সংগ্রহের জন্য এনবিআরকে লাগবে। আপাতত অন্য কোনো পথ দেখা যাচ্ছে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ সম্পদ আহরণের জন্য এখনো সরকার এনবিআরের ওপর নির্ভর করে। এনবিআরের কাজের গুণগত মান বৃদ্ধির জন্য শুধু দেশে বসে থাকলে চলবে না, বর্হিবিশ্বে অন্য যেসব দেশ অভ্যন্তরীণ সম্পদ আহরণ করছে তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। ব্যবসার ক্ষেত্র সহজীকরণ করা ও ব্যবসাকে যতো বেশি সুযোগ-সুবিধা দেওয়া যায় ততই ভালো। ফ্যাসিলেটেশনের কাজ যতো সহজ হবে ব্যবসা ততো বাড়বে। ব্যবসা বাড়লে রাজস্ব আদায় বাড়বে।’

এনবিআরের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এনবিআর সরকারের অর্থ আহরণের প্রধান শক্তি হিসেবে কাজ করছে। এনবিআর এ অর্থ আহরণে পরিশ্রম করে।’ জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য আরো বেশি রাজস্ব আহরণে কাজ করতে এনবিআরের প্রতি আহ্বান জানান তিনি।

কর্মশালায় সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘এনবিআর ব্যবসাকে ফ্যাসিলেটেড করছে। ব্যবসা ও বিনিয়োগকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। সেজন্য ব্যবসা ও বিনিয়োগ আকৃষ্টে সব ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে। এ ছাড়া ট্রেড ফ্যাসিলেটেড করতে আন্তর্জাতিক সংগঠনগুলোর উত্তম চর্চা ও চুক্তিসমূহ অনুসরণ করছে।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই'র পরিচালক শেখ ফজলে ফাহিম।  এ ছাড়া ইউএসএআইডির প্রতিনিধি মো. আল সাইদ ও এনবিআর সদস্য মো. ফিরোজ শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়