ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : সাত দফা দাবিতে ডাকা উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

দাবি পুরণের আশ্বাসে মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেয় ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মহাসড়কে অবৈধ যানচলাচল, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধসহ সাতদফা দাবিতে গত রোববার থেকে রংপুরসহ উত্তরের ১৬ জেলায় ধর্মঘট পালন করছিল ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক জানান, প্রথমে আমরা আমাদের দাবি আদায়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেছি। পরে আরো ২৪ ঘণ্টা বাড়ানো হয় ধর্মঘট।

তিনি বলেন, তাদের অন্যান্য দাবি সমূহের মধ্যে রয়েছে যানবাহনের বাম্পার সাইড অ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আদেশ প্রত্যাহার, ২০১৭ সালের মন্ত্রিসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, মহাসড়কে ওয়েস্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের নামে হয়রানি বন্ধ।




রাইজিংবিডি/রংপুর/২৩ মে ২০১৭/নজরুল মৃধা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়