ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উত্তাল ফ্রান্সে জাতীয় ঐক্য পুনঃস্থাপনের শপথ প্রধানমন্ত্রীর

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তাল ফ্রান্সে জাতীয় ঐক্য পুনঃস্থাপনের শপথ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ দেশে জাতীয় ঐক্য পুনঃস্থাপনের শপথ নিয়েছেন।

গত চার সপ্তাহ ধরে টানা আন্দোলন চলছে দেশটিতে, যা সাম্প্রতিককালে সহিংস আকার ধারণ করেছে।

চার সপ্তাহ আগে জ্বালানি তেলে কর বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকারের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের ‘হলুদ পোশাক’ পরিধান করে আন্দোলন শুরু হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে জীবনযাত্রার মানের ব্যয় বৃদ্ধির প্রতিবাদেও। ক্রমান্বয়ে আন্দোলনটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে।

শনিবারও প্রতিবাদকারীরা রাস্তায় নেমে সহিংস বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ পর্যন্ত প্রায় এক হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আন্দোলনে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন আন্দোলনের কারণে।

শনিবার প্রধানমন্ত্রী ফিলিপ জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শপথ ব্যক্ত করে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সাথে আলোচনা চলবে।’

তিনি বলেন, ‘কোনো করই আমাদের জাতীয় ঐক্যে ফাটল ধরাতে পারবে না। আমরা অবশ্যই এখন আলোচনা, কাজ ও একসাথ হওয়ার মাধ্যমে জাতীয় ঐক্য পুনঃস্থাপন করব।’

আন্দোলনকারীদের দাবি, প্রেসিডেন্ট ম্যাক্রোকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ফিলিপ বলেন, ‘প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আলোচনার গতি বাড়াতে শিগগিরই যথাযথ পদক্ষেপ নেবেন।’

আন্দোলন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টেনার পুলিশের প্রশংসা করেছেন।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়