ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘উন্নত দেশের মতো জরুরি সেবা পাওয়া যাবে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘উন্নত দেশের মতো জরুরি সেবা পাওয়া যাবে’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, উন্নত দেশগুলোর মতো জাতীয় জরুরি সেবা আমাদের দেশেও পাওয়া যাবে। ৯৯৯ নম্বরে কল করে যেকোনো মুহূর্তে সেবা পাওয়া যাবে।

মঙ্গলবার সকালে এ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে জয় আরো বলেন, ‘এই সেবার মাধ্যমে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থাকে যেকোনো তথ্য সহজেই জানানো যাবে। সঙ্গে সঙ্গে তার প্রতিকারও পাওয়া যাবে। আমেরিকায় কোথাও আগুন লাগলে জরুরি নম্বরে ফোন করা হলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। বাংলাদেশেও এরকম একটি সেবা উদ্বোধন করা হলো।’

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বলেন, ‘৯৯৯ নম্বরে ডায়াল করে দেশের যেকোনো জায়গা থেকে পুলিশের সাহায্য পাওয়া যাবে। পাশাপাশি থাকছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা। ’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়