ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উন্নয়নশীন দেশে উত্তরণে শিল্পীদের আনন্দ-উল্লাস

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উন্নয়নশীন দেশে উত্তরণে শিল্পীদের আনন্দ-উল্লাস

বিনোদন প্রতিবেদক : ‘মধ্যম আয়ের দেশ’-এর তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম। ১৯৭৫ সালে পরিচয় পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এ অর্জন আত্মমর্যাদার, অহঙ্কারের ও গৌরবের। আর এ আনন্দের বন্যায় ভাসছে পুরো দেশ। এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিক উৎসব আজ থেকে শুরু হয়েছে। বিভিন্ন অঙ্গনের মানুষের মতো সেই আনন্দের হাওয়া লেগেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনেও (এফডিসি)।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিএফডিসি চত্বরে ব্যানার, ফেস্টুন হাতে ব্যান্ড পার্টির সঙ্গে আনন্দ উল্লাস ও শোভাযাত্রা করে বিএফডিসি কর্তৃপক্ষ। এতে অংশ নেন প্রবীণ-নবীন শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। এ তালিকায় রয়েছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, প্রবীণ অভিনেতা হাসান ইমাম, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অঞ্জনা, দিলারা ইয়াসমিন, রিয়াজ, জায়েদ খান, জয় চৌধুরী, নিপুণ, বিপাশা কবির, চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদ হোসেন জেমি ছাড়াও বিএফডিসির কর্মকর্তা ও কর্মচারীরাও শোভাযাত্রায় অংশ নেন।



এ সময় অভিনেতা হাসান ইমাম বলেন, ‘পৃথিবীর কাছে এদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এই কৃতিত্বের দাবীদার শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তার মেয়ে অনেকটাই পূরণ করলেন। আজ আমরা উন্নয়নশীল দেশে পৌঁছেছি। এত সংকটের মধ্যেও এদেশে এত উন্নয়ন হয় তা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছে।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘উন্নয়নশীল দেশে পদার্পণ আমাদের দেশের জন্য অনেক বড় সাফল্য।এই দিনে আমাদের সবার অঙ্গীকার হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে আমরা এই সাফল্যের যাত্রা আরো অগ্রসর করব। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে।’



চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘স্বাধীনতার মাসে আমরা উন্নয়শীল দেশের স্ট্যাট্যাস পেয়েছি।বিশ্ব দরবারে আমাদের মাথা আরো উঁচু হলো। এভাবেই এগিয়ে যাবে আমাদের দেশ। এই কৃতিত্ব আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের জন্য এই গৌরব বয়ে আনার জন্য চলচ্চিত্র পরিবার ও শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন।’



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়