ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উপজেলা নির্বাচন: কালীগঞ্জে তিনজনের মনোনয়নপত্র জমা

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উপজেলা নির্বাচন: কালীগঞ্জে তিনজনের মনোনয়নপত্র জমা

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা: উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ থেকে মনোনয়নপত্র জমা দিলেন বতর্মান উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।

তিনি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ধানমন্ডি অফিসে এই মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও একক প্রার্থী হিসেবে ভাইস-চেয়ারম্যান পদে গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম মাসুদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক শর্মিলা রোজারিও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার সকালে তিন জনই মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরের আওয়ামী লীগ অফিস থেকে তারা তিনজন একসাথে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম জানান, গত ২৭ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা দলীয় অফিসে উপজেলা নির্বাচনের প্রার্থীর বিষয়টি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনটি পদে একাধিক প্রার্থী আগ্রহ প্রকাশ করেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ আলাদাভাবে সকলের সাথে কথা বলেন। সে প্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি গাজীপুর জেলা আওয়ামী লীগের সভায় একক প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এবং সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া স্বাক্ষরিত ওই তিন জনের নামের তালিকা জমা দেন। পরে জেলা আওয়ামী লীগ সেই তালিকা কেন্দ্রে পাঠান।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ছাত্র জীবনে তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলার সফল উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, কৃষি সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

 

 

 

রাইজিংবিডি/কালীগঞ্জ (গাজীপুর)/৬ ফেব্রুয়ারি ২০১৯/রফিক সরকার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়