ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উড়ছেন পরী

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উড়ছেন পরী

পরীমনি

রাহাত সাইফুল : গ্ল্যামার আর শৈল্পিক অভিনয় গুণে চলচ্চিত্রপ্রেমীদের মন মাতিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ারের স্বল্প সময়ে প্রায় দুই ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি।  ইতোমধ্যে পরী অভিনীত ১০টি সিনেমা মুক্তি পেয়েছে।  শোবিজ অঙ্গনে স্বকীয়তা বজায় রেখে চলচ্চিত্রের আকাশে উড়ছেন পরী।

আগামী ১৩ জানুয়ারি পরী অভিনীত ‘কত স্বপ্ন কত আশা’ শিরোনামের সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। এটি পরী অভিনীত একাদশ চলচ্চিত্র। সিনেমাটি নিয়ে পরীমনি দারুণ আশাবাদী বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এই অভিনেত্রী।

সিনেমার চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এ সিনেমায় দর্শক আমাকে  পরী ব্যানার্জি হিসেবে দেখতে পাবেন। এতে একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যার স্বপ্ন দেশের একজন নামকরা সংগীতশিল্পী হওয়া। গান করতে গিয়ে তাকে বিভিন্ন প্রতিকূলতায় পড়তে হয়। এভাবেই চরিত্রটি এগিয়ে যায়।’

অনেক জনপ্রিয় সিনেমার নির্মাতা ওয়াকিল আহম্মেদ। তিনি  নির্মাণ করছেন এই সিনেমাটি। এ সিনেমা প্রসঙ্গে ওয়াকিল আহম্মেদ রাইজিংবিডিকে বলেন, ‘এ সিনেমায় সুখ, দুঃখ ও ভালোবাসার গল্প রয়েছে। গানগুলো সুন্দর, সিনেমাটোগ্রাফিও ভালো হয়েছে। দর্শক নতুন একটা মৌলিক গল্প পাবেন এ সিনেমায়। সবচেয়ে বেশি যে বিষয়টা লক্ষ্যণীয় তা হলো পরীমনির অভিনয়। বাপ্পিও ভালো অভিনয় করেছেন।’

পরীর বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল প্রমুখ।

অভিনয়ের মাঠে সমসাময়িকদের সঙ্গে দৌড়ে এখন পরী এগিয়ে। ২০১৪ সালে শাহ আলম মন্ডলের ‘ভালোবাসা সীমাহীন’শিরোনামের সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্রে নাম লেখান পরী। এর পর নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’সহ প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি।

 



২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমাটি মুক্তি পায়। একই বছর ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’শিরোনামের সিনেমা মুক্তি পায়।  যা ছিলো ২০১৫ সালে মুক্তি পাওয়া সর্বাধিক সংখ্যক সিনেমা।  গত বছর ২০১৬ সালেও তার অভিনীত ‘পুড়ে যায় মন’,  ‘মন জানে না মনের ঠিকানা’, ‘রক্ত’, ‍ও ‘ধূমকেতু’ শিরোনামের চারটি সিনেমা মুক্তি পায়।

পরীর হাতে এখন ডজন খানেক সিনেমা রয়েছে। এ তালিকায় রয়েছে- ‘অন্তর জ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘আপন মানুষ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘নদীর বুকে চাঁদ’, ‘সোনা বন্ধু’ প্রভৃতি।  এছাড়া সম্প্রতি কলকাতার ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়