ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক কেন্দ্রেই ৯ শিক্ষক ও ১৮ শিক্ষার্থী বহিষ্কার

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক কেন্দ্রেই ৯ শিক্ষক ও ১৮ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে রসায়ন বিজ্ঞান পরীক্ষার সেটকোড জালিয়াতির অভিযোগে ৯ শিক্ষক ও ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ তাদের বহিষ্কার করেন।

নৈর্ব্যাক্তিকের উত্তরপত্রে সেটকোড জালিয়াতির অভিযোগে ১০৯ নং কক্ষ থেকে তিনজন শিক্ষার্থী, ১১০ নং কক্ষ থেকে চারজন ও ১১১ নং কক্ষ থেকে ১১ জন শিক্ষার্থীকে এবং ওই তিনটি কক্ষের কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৯ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- ছতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহি উদ্দিন, শফি উদ্দিন, বাবুল হোসেন, কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আলী, বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নূর আমিন, বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন, ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ার আলী ও মেজবাউল হক।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৫ ফেব্রুয়ারি ২০১৮/কাঞ্চন কুমার/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়