ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এক রাতেই এক গ্রামের তিন বাড়িতে ডাকাতি

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক রাতেই এক গ্রামের তিন বাড়িতে ডাকাতি

ফেনী সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলার এক গ্রামে এক রাতেই তিন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা তিন বাড়ি থেকে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে।

ডাকাতরা আধুনিক কাটার মেশিন দিয়ে লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বলে এক বাড়ির মালিক জানিয়েছেন।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে সোনাগাজী নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে কাজী এরশাদ উল্যাহ চৌধুরীর বাড়ি, হারুন ডিলারের বাড়ি ও বশির মোল্লার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা হারুন ডিলারের বাড়ির দরজা ভেঙে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৪ লাখ টাকা, একই কায়দায় বশির মোল্লার বাড়িতে ঢুকে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ২০ হাজার টাকা এবং কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

কাজী এরশাদ উল্লাহর বাড়ির কেফায়েত উল্লাহ শাকিল জানান, মধ্যরাতে ডাকাত দল আধুনিক লোহা কাটার মেশিন দিয়ে গ্রিল কেটে ঘরে ঢুকে সবার চোখ বেঁধে মারধর করে জিনিসপত্র নিয়ে যায়।

সোনাগাজী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মোয়াজ্জেম হোসেন জানান, ডাকাতির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



রাইজিংবিডি/ফেনী/৯ এপ্রিল ২০১৮/সৌরভ পাটোয়ারী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়