ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একুশ : ফুলে সরগরম গদখালী

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একুশ : ফুলে সরগরম গদখালী

নিজস্ব প্রতিবেদক, যশোর : ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গদখালীর ফুল এখন যাচ্ছে সারাদেশে। পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে’র পর মহান একুশের জন্য ফুল সরবরাহ নিয়ে গদখালী সরগরম।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এবার অন্তত ২০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে মনে করছেন গদখালীর ফুলচাষিরা। ইতিমধ্যে সারাদেশে ফুল পাঠাতে শুরু করেছেন তারা।

বিস্তীর্ণ মাঠজুড়ে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ও গ্ল্যাডিওলাসসহ নানা ফুলের সমারোহ। এখন ব্যস্ত সময় কাটছে ফুল চাষিদের। তাদের দম ফেলার ফুরসত নেই।

পুরো ফেব্রুয়ারি মাসকেই ফুল ব্যবসার মৌসুম বলে মনে করেন ব্যবসায়ীরা। এ মাসে বেশ কয়েকটি উপলক্ষ্যকে ঘিরে ফুলের ব্যবহার বাড়ে। তবে এবার অন্য বছরগুলোর চেয়ে ফুলের চাহিদা ও দাম দু’টোই বেশি বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী বাজার এখন জমজমাট। প্রতিদিনই এই ফুলের বাজার থেকে বিভিন্ন জাতের ফুল পাইকারদের হাত ধরে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। শেষ মুহূর্তে এখন ফুল সরবরাহের চাপ আরো বেড়েছে। তাদের ভাষায় ‘দম ফেলার ফুরসত নেই।’

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি সভাপতি আব্দুর রহিম বলেন, ‘সারা দেশেই কমবেশি ফুল উৎপাদন হয়। তবে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয় যশোরে। তাই ভাষা দিবস ঘিরে এখানে অন্তত ২০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করছি।’



রাইজিংবিডি/যশোর/২০ ফেব্রুয়ারি ২০১৮/বিএম ফারুক/টিপু/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়