ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এগিয়ে শাহরুখের ‘রইস’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এগিয়ে শাহরুখের ‘রইস’

রইস ও কাবিল সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক : একদিকে বলিউড কিং শাহরুখ খান, অন্যদিকে হৃতিক রোশান। রইস-কাবিল লড়াইটা বেশ ভালোই জমবে বলে আশা করছিলেন বক্স অফিস বিশ্লেষকরা। মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে চর্চার বিষয় ছিল সিনেমা দুটি। বিশেষ করে বক্স অফিস লড়াইয়ে কে জিতবেন তা নিয়ে দর্শকের উৎসাহ ছিল একটু বেশি।

সকল জল্পনার অবসান ঘটিয়ে গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রইসকাবিল সিনেমা। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। বরাবরের মতো শাহরুখের প্রশংসা করেছেন সবাই। এছাড়া নওয়াজউদ্দিনও পেয়েছেন ভূয়সি প্রশংসা। অন্যদিকে অনেকের মতে, হৃতিকের এ যাবৎ সেরা অভিনয় দেখা গেছে কাবিল সিনেমায়। কিন্তু বক্স অফিস লড়াইয়ে প্রথম দুই দিনে শাহরুখের কাছে পরাজিত হৃতিক।

মুক্তির প্রথমদিন বুধবার রইস সিনেমাটি আয় করেছে ২০.৪২ কোটি রুপি। আর পরদিন বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকায় সিনেমাটি আয় আরো বেড়ে যায়। এ দিন সিনেমাটি বক্স অফিসে তুলে নিয়েছে ২৬.৩০ কোটি রুপি। দুই দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় ৪৬.৭২ কোটি রুপি। পাশাপাশি বিদেশে সিনেমাটি আয় করেছে ১৩ কোটি রুপি। রইস সিনেমার সর্বমোট আয় ৫৯.৭২ কোটি রুপি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও খুব একটা সুবিধা করতে পারেনি হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল। প্রথমদিন সিনেমাটি আয় করেছে ১০.৪৩ কোটি রুপি। যা প্রথম দিনে বক্স অফিস বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও কম। তবে দ্বিতীয় দিনে কিছুটা পুষিয়ে নিয়েছে সিনেমাটি। প্রজাতন্ত্র দিবসে সিনেমাটি তুলে নিয়েছে ১৮.৬৭ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে কাবিল সিনেমার সর্বমোট আয় ২৯.১০ কোটি রুপি। এছাড়া ভারতের বাইরে সিনেমাটির আয় ২ কোটি রুপি। অর্থাৎ মোট আয় ৩১.১০ কোটি রুপি।

কাবিল  সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। হৃতিক ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রনিত রায়, রোহিত রায়, গিরিশ কুলকার্নি প্রমুখ। অন্যদিকে রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরী খান।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়