ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এফটিপিও’র অবস্থান কর্মসূচি স্থগিত

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এফটিপিও’র অবস্থান কর্মসূচি স্থগিত

রাহাত সাইফুল : বিদেশি ধারাবাহিক নাটক নিয়মিত প্রচার করে আসছে দেশের বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এ নিয়ে সংশ্লিষ্ট কলাকুশলীদের ১৫টি সংগঠনের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) প্রতিবাদ করে আসছে।

 

গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এফটিপিও আলোচনায় বসে। এতে তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ২৮-২৯ ডিসেম্বরের অবস্থান কর্মসূচি দশ দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব গাজী রাকায়েত।

 

এসব দাবি নিয়ে দীপ্ত টিভি ও একুশে টেলিভিশনের সামনে অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন সময় তাদেরকে আন্দোলন করতে দেখা যায়। এতে মামুনুর রশিদ, মনোয়ার পাঠান, আলী রশিদ, গাজী রাকায়েত, এস এ হক অলিক, শিহাব শাহীন, মাসুম রেজা, এজাজ মুন্না, মেজবাহ উদ্দিন সুমন, শহিদ্দুজামান সেলিম, লুৎফর রহমান জরজ, স্বাগতা, নওশীনসহ ১৫টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কলাকুশীরা উপস্থিতি ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়