ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার ক্ষমতায় থাকতে পারবেন না : দুদু

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার ক্ষমতায় থাকতে পারবেন না : দুদু

নিজস্ব প্রতিবেদক : কোনো ষড়যন্ত্র করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতো কিছুই করেন না কেন কোনো লাভ হবে না। ডিসেম্বর এবং জানুয়ারি বিএনপির সময়। ডিসেম্বর এবং জানুয়ারি ২০ দলের সময়। এই দুটি মাসের মধ্যেই বাংলাদেশে ধানের শীষের সরকার ক্ষমতায় আসবে। এর বাইরে কোনো সত্য নেই।

শামসুজ্জামান দুদু বলেন, ‘যদি আপনি পদত্যাগ না করেন ভালো কথা। আমরা তখন সেই (পদত্যাগের) ব্যবস্থা করবো। আপনি যেভাবে চাইবেন আমরা সেভাবেই খেলবো। একা একা খেলে আপনি জয়লাভ করবেন এবার আর সেটা হবে না। মাঠে আমরা আছি, আন্দোলনের মাঠেও থাকবো নির্বাচনের মাঠেও থাকবো ইনশাল্লাহ।’

বিএনপিকে বিতর্কিত করার জন্যই সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারেক রহমান এমপি হন নাই, মন্ত্রী হন নাই তারপরও শুধুমাত্র তার জনপ্রিয়তার কারণেই সরকারের রোষানলে পড়েছেন। তিনি ইচ্ছে করলে মন্ত্রী হতে পারতেন এমনকি তিনি উপ-প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিও হতে পারতেন কিন্তু হননি। তারপরও এমন কোনো অপপ্রচার নেই যে আওয়ামী লীগের নেতারা তার বিরুদ্ধে করছেন না।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘দেশে কিন্তু বর্তমানে কোনো আন্দোলন নেই, তারপরও নাশকতার অভিযোগে পরিকল্পিত ভাবে আবারও বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সারা বাংলাদেশের ওসিদের মনে হচ্ছে, তারা আওয়ামী লীগের থানা কমিটির সদস্য। ডিসিদের মনে হচ্ছে তারা জেলা আওয়ামী লীগের সদস্য।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, সাবেক সাংসদ আহসান হাবীব লিঙ্কন প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়