ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এবার ‘গতি’ হল ব্যানক্রফটের

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার ‘গতি’ হল ব্যানক্রফটের

ক্যামেরন ব্যানক্রফট

ক্রীড়া ডেস্ক : মার্চে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তাদের সঙ্গে ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তরুণ ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট। নিষিদ্ধ হওয়ার পর ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন। বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এই সময়ে অবশ্য ঘরোয়া ক্রিকেট ছাড়া আর কোথাও খেলতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্যানক্রফট। অবশেষে তারও গতি হল। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের ক্লাব ডারহাম। ২০১৯ সালের জন্য বিদেশি খেলোয়াড়ের কোটায় তাকে নিয়েছে ডারহাম।

এই ক্লাবটির হয়ে আগামী মৌসুমে সব ফরম্যাটেই খেলবেন ব্যানক্রফট। এমন সুযোগ পেয়ে ডারহামের কাছে কৃতজ্ঞ অসি এই ক্রিকেটার, ‘এমন সুযোগ দেওয়ায় আমি সত্যিই ডারহামের কাছে কৃতজ্ঞ। ২০১৯ কাউন্টি মৌসুমের জন্য ডারহামে যোগ দিতে মুখিয়ে আছি। যেহেতু অ্যাশেজ সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপ দুটিই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে সেহেতু এটি আমার জন্য বিরাট সুযোগ।’



ডারহামের প্রধান কোচ জন লিউইস বলেন, ‘ক্যামেরনকে প্রতিভাবান বিদেশি খেলোয়াড় হিসেবে দলে নেওয়া হয়েছে। সে আমাদের ব্যাটিং লাইন-আপকে সমৃদ্ধ করবে এবং শিরোপা জিততে সাহায্য করবে। টম লাথাম গেল দুই মৌসুম আমাদের হয়ে দারুণ খেলেছে। কিন্তু ২০১৯ বিশ্বকাপের কারণে তাকে আমরা পাচ্ছি না। সে কারণে ক্যামেরুনকে আনতে পেরে আমরা আনন্দিত। সে খুবই প্রতিভাবান একজন টপ অর্ডার ব্যাটসম্যান। সব ফরম্যাটেই তার প্রতিভা রয়েছে। রয়েছে ভালো খেলার সামর্থ। তার মধ্যে তিন ফরম্যাটের ক্রিকেট খেলার মেজাজ ও রানের ক্ষুধা রয়েছে।’

চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যানক্রফটকে একটি হলুদ রঙের বস্তু দিয়ে বল ঘষতে দেখা যায়। পরবর্তীতে তিনি বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত হন। যেহেতু তাকে এই কাজে অধিনায়ক ও সহ-অধিনায়ক ব্যবহার করেছে সেহেতু তাকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়