ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবার ফাস্টফুডের দোকানে গোখরা সাপ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৯, ১৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার ফাস্টফুডের দোকানে গোখরা সাপ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় এবার কলারোয়া উপজেলায় কাজীরহাট বাজারে একটি ফাস্টফুডের দোকানে ১২টি গোখরা সাপ মারা হয়েছে। এর আগে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় বসত বাড়িতে অনেকগুলো গোখরা সাপ মেরে ফেলা হয়।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই বাজারের নিজাম স্টোরে সাপগুলো মারা হয়।

দোকান মালিক নিজাম আলী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকানের ভেতরে বিস্কুটের বাক্সে প্রথমে একটি গোখরা সাপ দেখা যায়। পরে দোকানের বিভিন্ন জায়গা থেকে ১২টি সাপ বেরিয়ে আসে। এ সময় লোকজন এসে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলে।

এর আগে গত দুইদিনে সদর উপজেলার বালুইগাছা গ্রামে সাত্তার খানদারের বাড়ি এবং আশাশুনি উপজেলার বেউলা গ্রামে মকবুল সরদারের বসত ঘর মিলিয়ে মোট ৭৬টি গোখরা সাপ মারা হয়। এ সময় সাপের ৫০টি ডিমও পাওয়া যায়।

 

 

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১৪ জুলাই ২০১৭/এম.শাহীন গোলদার/উজ্জল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়