ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবারও প্যারেডের নেতৃত্বে এসপি শামসুন্নাহার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবারও প্যারেডের নেতৃত্বে এসপি শামসুন্নাহার

নিজস্ব প্রতিবেদক : এবারও পুলিশ সপ্তাহে প্যারেডের নেতৃত্ব দেবেন চা্দঁপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার।

সোমবার সকালে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, শামসুন্নাহারের নেতৃত্বে প্যারেডে অংশ নেবেন সহস্রাধিক পুলিশ সদস্য।

২০০১ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন শামসুন্নাহার। তিনি মানিকগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশ সদর দপ্তর, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতিসংঘে শান্তিরক্ষা মিশন এবং ইতালি দূতাবাসে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেন।

ঢাকা বিশ্বদ্যিালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে পড়াশোনা করেন শামসুন্নাহার। পরে যুক্তরাজ্যের বার্হিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

শামসুন্নাহার ফরিদপুর সদর জেলার চর মাধবিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইসমাইল মুন্সী। শামসুন্নাহার বিবাহিত। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

রোববার বিকেলে মুঠোফোনে কথা হয় পুলিশের এ কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, ‘প্যারেডে নেতৃত্ব দেওয়া সৌভাগ্যের ব্যাপার। আমি খুবই গর্বিত এবং উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নে যে চেষ্টা করছেন তারই অংশ এটি।’

রাইজিংবিডিকে তিনি জানান, অবসরের পুরো সময়টা তিনি পরিবারকে দেন। গান গেয়ে কিংবা শুনে সময় পার করেন।

উল্লেখ্য, গত বছরও পুলিশ সপ্তাহে প্যারেডের নেতৃত্ব দিয়েছিলেন পুলিশের এ কর্মকর্তা।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়