ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এমপিওভুক্তির দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপিওভুক্তির দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে স্মারকলিপি দিয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি প্রদান করেন।

এ সময় প্রতিনিধি দলে ছিলেন, ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল হক লাভলু।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রাষ্ট্রপতির বাসভবনের কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে এসেছেন বলে সাংবাদিকদের জানান ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার।

তিনি বলেন, আমরা সকালে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে রাষ্ট্রপতির বাসভবনে কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে এসেছি। শনিবার দাবি আদায়ে আমরা প্রতীকী অনশন করব। রোববারের মধ্যে দাবি মানা না হলে সোমবার থেকে আমরণ অনশনে যাব।

স্মারকলিপিতে উল্লেখ করা বিষয় সম্পর্কে ফেডারেশনের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবৎ সারাদেশে ৫ হাজারের অধিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ থেকে ২০ বছর যাবৎ ২০ লাখের বেশি শিক্ষার্থীদের বিনা বেতনে পাঠদান করে শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত কষ্টকর ও মানবেতর জীবনযাপন করছেন। অনেকের চাকরির মেয়াদ আছে ৫-১০ বছর। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সারাদেশে উন্নয়নবঞ্চিত অবস্থায় জীবনযাপন করছে।

এ অবস্থায় মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপে সারাদেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভূক্তি হলে সবাই সন্তুষ্টচিত্তে রাষ্ট্রপতির অবদান চিরস্মরণ করবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গত ১৩ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন। এর আগে বৃহস্পতিবার স্পিকারের কাছে স্মারকলিপি দেন তারা।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৮/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়