ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এমসি কলেজে কথা কাটাকাটি থেকে দু’গ্রুপে সংঘর্ষ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমসি কলেজে কথা কাটাকাটি থেকে দু’গ্রুপে সংঘর্ষ

দু’পক্ষের সংঘর্ষের পর এমসি কলেজ ক্যাম্পাসে পুলিশের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, সিলেট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- এমসি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র জাহাঙ্গির আলম (২৪), ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র জাবের আহমদ (২৩) ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র আলমগীর। তারা তিনজনই এমসি কলেজ ছাত্রলীগের হোসাইন আহমদের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার কলেজে এমসি কলেজ ছাত্রলীগ নেতা হোসাইন আহমদের অনুসারী জাবের আহমদের সাথে সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল অনুসারী এক ছাত্রলীগ কর্মীর কথাকাটাকাটি হয়। এতে নাজমুল অনুসারীরা ওই কর্মীর পক্ষ নিয়ে জাবেরের ওপর হামলা করেন।

খবর পেয়ে সরকারি কলেজ থেকে নাজমুল অনুসারীরা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে আসে। অন্যদিকে হোসাইন অনুসারী এমসি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ছাত্রাবাস থেকে ক্যাম্পাসে এসে অবস্থান নেয়।

সংঘর্ষের পর এমসি কলেজ ক্যাম্পাসে ছোপ ছোপ রক্ত


এ সময় তাদের দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন,  ‘সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রসঙ্গত, সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি আধিপত্য নিয়ে এ দুটি গ্রুপ কলেজে সংঘর্ষে জড়ায়। যে কারণে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বসন্ত বরণ উৎসব পণ্ড হয়ে যায়। এদিন চার ফটো সাংবাদিককও প্রহৃত হয়।

এরপর থেকেই নাজমুল হোসেন ও হোসাইন আহমদ গ্রুপের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।



রাইজিংবিডি/ সিলেট/১০ মার্চ ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়