ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এল ক্লাসিকোতে রিয়াল ও বার্সার সম্ভাব্য একাদশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এল ক্লাসিকোতে রিয়াল ও বার্সার সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর জন্য প্রস্তুত সান্তিয়াগো বার্নাব্যু। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে টেন-১, সনি ইএসপিএন ও সনি সিক্স। মৌসুমের প্রথম এল ক্লাসিকোটি রিয়াল মাদ্রিদ ১-১ ব্যবধানে ড্র করেছিল বার্সেলোনার মাঠে। আজ রিয়ালের মাঠের ম্যাচটি বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে রিয়ালের বিপক্ষে বার্সার জয়ের বিকল্প নেই। কারণ, এক ম্যাচ কমা খেলা রিয়ালের সঙ্গে পয়েন্ট টেবিলে বার্সার যে ৩ পয়েন্টের ব্যবধান রয়েছে। আজ জিতলে সাময়িক সময়ের জন্য ব্যবধান ঘুচে সমতায় দাঁড়াবে। আর হেরে গেলে ব্যবধান হয়ে যাবে ছয়! লিগের শেষ পাঁচ ম্যাচে এই ব্যবধান কমিয়ে শিরোপা জেতাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে লুইস এনরিকের শিষ্যদের জন্য।

এই ম্যাচে অবশ্য নাও খেলতে পারেন নেইমার দ্য সিলভা। তার উপর দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি সমস্যা রয়েছে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের বিদায়ের হতাশাও রয়েছে বার্সার খেলোয়াড়দের কাঁধে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ রয়েছে ফুরফুরে মেজাজে। তারপরও এল ক্লাসিকো মানে অন্যরকম লড়াই। টানটান উত্তেজনা। সেই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কতটুকু উচ্চে উঠে সেটা দেখতে রাত জাগবে কোটি কোটি রিয়াল-বার্সা ভক্ত।

তার আগে চলুন দেখে নেওয়া যাক এল ক্লাসিকোতে কেমন হতে পারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার একাদশ :

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ :
১. কেইলর নাভাস
২. দানি কারভাহাল
৩. সার্জিও রামোস
৪. নাচো ফার্নান্দেজ
৫. মার্সেলো
৬. লুকা মদ্রিচ
৭. কাসেমিরো
৮. টনি ক্রুস
৯. গ্যারেথ বেল
১০. ক্রিস্টিয়ানো রোনালদো
১১. করিম বেনজেমা

বার্সেলোনার সম্ভাব্য একাদশ :
১.  আন্দ্রে টার স্টেগান
২. সার্জি রবাতো
৩. জেরার্ড পিকে
৪. উমতিতি
৫. জর্দি আলবা
৬. ইনিয়েস্তা
৭. বুস্টকেটস
৮. রাকিটিচ
৯. আলকাসার
১০. লিওনেল মেসি
১১. লুইস সুয়ারেজ।

উভয় দল ৪-৩-৩ ফরম্যাটে খেলতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়