ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঐক্যফ্রন্টের সাত দফার ভিত্তি নেই: ইনু

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঐক্যফ্রন্টের সাত দফার ভিত্তি নেই: ইনু

সচিবালয় প্রতিবেদক : ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্টের সাত দফার কোন ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাত দফায় কিছু অমিশন আছে, কিছু কমিশন আছে। তারা এই সাত দফার মাধ্যমে অস্বাভাবিক সরকার আনতে চায়। এটা কোন নির্বাচনী জোট নয়, এটা নির্বাচনি ঘোঁট। তাদের সাত দফা হচ্ছে দুর্নীতিবাজ, খুনি, জঙ্গিদের রক্ষা কবচ।

রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে এই মুহূর্তে কোনও রাজবন্দি নাই, যারা আছে তারা সবাই অপরাধী। খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তারেক খুনি, খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের সাত দফা এসব চিহ্নিত অপরাধীদের গায়ে রাজনৈতিক লেবেল এঁটে পুনর্বাসন করার অপচেষ্টা।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বি চৌধুরী (বদরুদ্দোজা চৌধুরী) তাদের অবস্থা পরিষ্কার করেছেন। তারা ১৩ অক্টোবর পরিষ্কার করেছেন যে, বিএনপি-জামায়াতের জোটেও তারা যাবেন না, তারা আওয়ামী লীগের জোটেও আসবেন না। তাদের এই অবস্থানকে আমি শ্রদ্ধা করি।’

অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এডিটরস কাউন্সিল, ডিইউজে, বিএফইউজে, ডিআরইউর নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলাম। সেখানে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যেসব প্রশ্ন তারা উত্থাপন করেছেন সেটা আমরা শুনেছি, লিপিবদ্ধ করেছি এবং একটা কথা বলেছিলাম- এই যে আলোচনার সূত্রপাত হলো তা অব্যাহত রাখব। (ডিজিটাল নিরাপত্তা আইন) যদি সংশোধন করা প্রয়োজন হয়, কর হবে, সংসদ তো আছে, সরকার তো আছে। সুতরাং আলোচনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা আলোচনাটা অব্যাহত রাখার অঙ্গীকার রেখে পরবর্তী বৈঠকের জন্য সময় চেয়ে নিয়েছিলাম। এও বলেছিলাম, আপনারা নির্দিষ্ট সময় বেধে দেবেন না।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রিসভার দুটি বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীকে আমরা পরিস্থিতিটা অবহিত করেছি। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পরিবেশটা ছিল না বলে হয়নি। আমরা আশা করছি, যেকোনো সময় আলোচনা হবে এবং আলোচনা করলে আমরা আবারও এডিটরস কাউন্সিল ও সাংবাদিক নেতাদের সঙ্গে মিলিত হব। সুতরাং আলোচনা চালু আছে, বন্ধ হয়ে যায়নি। এবং বিভিন্ন বিষয়ে যে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে সেগুলো  আলোচনার মধ্য নিয়ে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে আমরা সক্ষম হবো।’

সম্পাদক পরিষদের সোমবারের মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটা গণতান্ত্রিক পরিধির ভেতরে কাজ করছি। সাংবাদিকরা মানববন্ধন করবেন, এটা একটা গণতান্ত্রিক পন্থা। আমাদের এ ব্যাপারে কোনো মন্তব্য নেই। আমরা শুধু বলব, আপনি মানববন্ধন করুন আর না করুন আমরা আলোচনায় আছি। আলোচনার ভেতরে থাকবো।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়