ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ওবামাকেয়ার’ বাতিলে পদক্ষেপ নিয়েছে কংগ্রেস

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওবামাকেয়ার’ বাতিলে পদক্ষেপ নিয়েছে কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি বাতিলে প্রথম পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ।

‘ওবামাকেয়ার’ নামে পরিচিত এ স্বাস্থ্যনীতি বাতিলে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়। বিবিসি জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত ভোটে স্বাস্থ্যনীতি বাতিলের পক্ষে ২২৭ ভোট এবং বিপক্ষে পড়ে ১৯৮ ভোট।

প্রেসিডেন্ট ওবামা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার এক সপ্তাহ আগে এই পদক্ষেপ নেওয়া হলো। ওবামাকেয়ারের পরিবর্তে কোন পদক্ষেপ গ্রহণ করা হবে, তা নিয়ে চিন্তাভাবনা চলছে এখন।

ভোটের পর প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেন, ওবামাকেয়ার থেকে আমেরিকানদের মুক্তি দিতে এটি প্রথম পদক্ষেপ। এ উদ্যোগকে তিনি চিহ্নিত করেন উদ্ধার অভিযান হিসেবে।

এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টুইট বার্তায় বলেন, ওবামাকেয়ার শিগগির ইতিহাসে চলে যাবে।

এর আগে সিনেটেও ভোটাভুটিতে ওবামাকেয়ার বাতিলের পক্ষে ৫১ ও বিপক্ষে ৪৮ ভোট পড়ে। বৃহস্পতিবার সকালে সিনেটে এ ভোটাভুটি হয়। এরপর তা ভোটের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের অগ্রাধিকারমূলক কাজের মধ্যে ছিল অন্যতম ‘ওবামাকেয়ার’ বাতিল করা।

তবে রিপাবলিকানদের অনেকেই এটি বাতিলের বিষয়ে একমত থাকলেও তাদের কেউ কেউ মনে করেন, এর বিকল্প এখনো তৈরি হয়নি। কোনো কোনো রিপাবলিকান মনে করেন, এর বিকল্প তৈরি করাও বেশ কষ্টসাধ্য হবে।

 

 

 

 

রাইজিংবিডি/১৪ জানুয়ারি ২০১৭/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়