ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওবায়দুল কাদেরকে ‘প্রতিবন্ধী’ বললেন গয়েশ্বর

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওবায়দুল কাদেরকে ‘প্রতিবন্ধী’ বললেন গয়েশ্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘বেসামাল কথা বলেন’ দাবি করে তাকে ‘প্রতিবন্ধী’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে ‘প্যাথলজিক্যাল লায়ার’ বলায় বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শুনেছি যে, রিজভী আহমেদেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন প্যাথলজিক্যাল লায়ার। তিনি প্রতিদিনই মিথ্যা কথা বলেন, সত্য কথা বলেন না। তাই তিনি মনে করেন, প্রতিপক্ষও মিথ্যা বলে।’

‘আওয়ামী লীগের মতো দলে এমন একজন ‘প্রতিবন্ধী’ সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার পর এতো বেসামাল কথা বার্তা বলে। তিনি প্রত্যেক কথার মধ্যে টিপ্পনি কাটেন। মিথ্যার ওপর যারা বসবাস করেন তাদের চোখে অন্যকে প্যাথলজিক্যাল লায়ার বলাটা এটা অসভ্যতা, অশোভনীয়।’

ওবায়দুল কাদেরকে রাজনীতির ভাষায় কথা বলতে পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

দেশের মহাসড়কগুলোর ‘বেহাল অবস্থা’র চিত্র তুলে ধরে এজন্য ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘উনি (ওবায়দুল কাদের) যে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। দেশের রাস্তাঘাটগুলোর কি বেহাল অবস্থা। উনার দৃষ্টিতে কোনো রাস্তাই খারাপ না।’

ভবিষ্যতে ‘বেসামাল কথাবার্তা’ বললে স্বাধীনতা যুদ্ধে ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকার কথা জনসম্মুখে আনার হুঁশিয়ারি দেন গয়েশ্বর।

‘আজকে কোনো কথা বলছি না। এরপরও যদি আরো কথা আসে। তাহলে তার পরিবারে স্বাধীনতাবিরোধী কয়জন আছে তা প্রকাশ করা হবে। এই বিষয় যদি জনসম্মুখে প্রকাশ পেলে মানবতাবিরোধী ট্রাইব্যুনালের কাজ বেড়ে যাবে।’

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। মুসলীম লীগের তো দু-একজন পাওয়া যায়। কিন্তু আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, ‘এটা তারা ভালো করেই জানে। সেজন্য ২০১৪ সালের মতো যেন-তেন করে একটি নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ঈদ যাক। সময় মতো জবাব দিতে হবে। দেশের মানুষ কখনো অনিয়মনের জবাব না দিয়ে থাকেনি। তারা আন্দোলনে কখনো বিফল হয়নি। এটারও অবসান হবে। নির্যাতন, মিথ্যার বেসাতি আর মেগা বাজেটের মাধ্যমে যে মেগা লুটপাট চলছে, এর অবসান করতে হবে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়