ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওসমানী বিমানবন্দরে ৩ কেজি সোনা উদ্ধার

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওসমানী বিমানবন্দরে ৩ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ২৫টি সোনার বারসহ ৩ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার বিজি-২২২ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি চালিয়ে ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানের যাত্রী আবির হোসেনকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করে জানান, ওমানের মাসকট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ সিলেটে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী আবিরের হ্যান্ডব্যাগ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার কাছে আরো ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়।

বিমানযাত্রী আবির নোয়াখালীর হাতিয়া উপজেলার আব্দুল আজিজের ছেলে। তিনি মাসকট থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ছিলেন।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করত পুলিশে হস্তান্তর এবং উদ্ধারকৃত সোনার বার বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 

 

 

রাইজিংবিডি/সিলেট/১২ এপ্রিল ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়