ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লাকে বিদায় করে ফাইনালে রংপুর 

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লাকে বিদায় করে ফাইনালে রংপুর 

ক্রীড়া প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিম ইকবালের কুমিল্লাকে ৩৬ রানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

মঙ্গলবার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর।

সোমবার মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে জনসন চার্লসের ১০৫ ও ব্রেন্ডন ম্যাককালামের ৭৮ রানের সুবাদে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে রংপুর করে ১৯২ রান। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে কুমিল্লা করতে পারে ১৫৬।

স্কোর:

রংপুর রাইডার্স:
২০ ওভারে ১৯২/৩

রংপুর ব্যাটিং: জনাথন চার্লস ১০৫*, ক্রিস গেইল ৩, ব্রেন্ডন ম্যাককালাম ৭৮, রবি বোপারা ০, মাশরাফি বিন মুর্তজা ০*।

কুমিল্লা বোলিং: মেহেদী হাসান ৪-০-৪৪-১, হাসান আলী ৪-০-২৩-১, শোয়েব মালিক ১-০-৪-০, মোহাম্মদ সাইফ উদ্দীন ৪-০-৩৮-১, আল-আমিন হোসেন ৪-০-৪২-০, গ্রেম ক্রেমার ৩-০-৩৮-০।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫৬

কুমিল্লা ব্যাটিং: তামিম ইকবাল ৩৬, লিটন দাস ৩৯, ইমরুল কায়েস ০, শোয়েব মালিক ১০, মারলন স্যামুয়েলস ২৭, জস বাটলার ২৬, হাসান আলী ৬, মোহাম্মদ সাইফউদ্দিন ০, গ্রায়েম ক্রেমার ১*, মেহেদী হাসান ০, আল-আমিন হোসেন ০।

রংপুর বোলিং: সোহাগ গাজী ২-০-১৫-১, মাশরাফি বিন মুর্তজা ৪-০-৪০-১, রুবেল হোসেন ৪-০-৩৪-৩, ইসুরু উদানা ৪-০-২৪-২, রবি বোপারা ২-০-১৭-২, নাজমুল ইসলাম ৪-০-২৫-১।

বৃষ্টির কারণে গতকাল ম্যাচটি স্থগিত হয়েছিল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর রাইডার্সের রান ছিল ৭ ওভারে ১ উইকেটে ৫৫। আজ সেখান থেকেই ম্যাচ শুরু হয়। 

 


রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়