ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কনস্টেবল নিয়োগে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কনস্টেবল নিয়োগে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে ২০১১ সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগে অনিয়মের উঠেছে। আর্থিক লেনদেনের মাধ্যমে কম উচ্চতার এক প্রার্থীকে অবৈধভাবে পোষ্য কোটা দেখিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।  

এ ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপি সূত্র জানা গেছে, পুরুষ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য উচ্চতা প্রয়োজন ৫ ফুট ৬ ইঞ্চি। অভিযোগ রয়েছে ৫ ফুট ৫ ইঞ্চি হওয়া সত্ত্বেও এ পদে নিয়োগ পেয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার এক প্রার্থী। তার বাবা পুলিশ সদস্য না হলেও ওই প্রার্থীকে পোষ্য কোটায় নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন জানান, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রধান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ছালেহ উদ্দিন জানিয়েছেন, ইতিমধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।



রাইজিংবিডি/বরিশাল/২৪ আগস্ট ২০১৭/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়