ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কর ফাঁকির মামলায় মেসির আপিল প্রত্যাখান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর ফাঁকির মামলায় মেসির আপিল প্রত্যাখান

ক্রীড়া ডেস্ক : কর ফাঁকির মামলায় লিওনেল মেসির আপিল প্রত্যাখান করে দিয়েছে স্পেনের আদালত।

২০০৭, ২০০৮ এবং ২০০৯ সালে মেসি ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এমন অপরাধের জন্য পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে গতবছর ২১ মাসের জেল দিয়েছিল স্প্যানিশ সুপ্রীম কোর্ট। সেই সঙ্গে ২ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল ২৯ বছর বয়সি এ তারকাকে। মেসির বাবা জর্জ মেসিকেও একই সময়ের জেল এবং ১.৭ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল।

উচ্চ আদালতে আপিল করে ওই সময় পার পেয়ে যান মেসি। তবে সেই আপিল খারিজ হয়ে যাওয়ায় আবারও শাস্তির মুখোমুখি হতে হচ্ছে মেসিকে। তবে এবার জরিমানার মাত্রা কমে ১.৩ মিলিয়ন ইউরোতে দাড়িয়েছে মেসির। অন্যদিকে তার বাবাকেও সমান ১.৩ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হচ্ছে। আর এই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকায় জর্জ মেসির শাস্তি কমে ২১ মাস থেকে ১৫ মাস হয়েছে।

সম্প্রতি এক বিবৃতি স্প্যানিশ আদলাত জানায়, ‘এটা অনুধাবন করা ঠিক নয় যে, বড় উপার্জনের ব্যক্তি তার উপর অর্থ প্রদানের দায়িত্ব উপেক্ষা করতে পারেন। সরকারী কর প্রদান থেকে বিরত থাকাটা এক ধরনের প্রতারনা।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়