ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করমজলে এবার পিলপিল ডিম দিয়েছে

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করমজলে এবার পিলপিল ডিম দিয়েছে

ফাইল ফটো

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে জুলিয়েটের পর এবার ডিম দিয়েছে পিলপিল।

গত ৯ মে কুমির জুলিয়েট ৪৩টি ডিম দেয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির জানান, কেন্দ্রের পুকুর পাড়ে শনিবার রাতে ৪৮টি ডিম দেয় পিলপিল।

সকালে ডিমগুলো তুলে কেন্দ্রের ইনকিউবেটরে রাখা হয়েছে। ইনকিউবেটরে রাখা ডিমগুলো থেকে আগামী ৯০ দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে বলে আশা করছেন তিনি। ৪৮টি ডিমের মধ্যে চারটি ডিমে ক্ষত রয়েছে বলে জানান তিনি।

মো. আজাদ কবির জানান, বিলুপ্তপ্রায় লোনা পানির প্রজাতির কুমিরের প্রজনন বৃদ্ধি ও তা সংরক্ষণে ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয় কুমির প্রজনন কেন্দ্র। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২১১টি কুমির রয়েছে এই কেন্দ্রে।



রাইজিংবিডি/বাগেরহাট/২১ মে ২০১৭/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়