ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অর্থমন্ত্রীকে বি. চৌধুরী

‘কর্মকাণ্ডে মানুষের ক্ষতি হলে অবসর নেব’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কর্মকাণ্ডে মানুষের ক্ষতি হলে অবসর নেব’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘যেদিন আমি দেখব আমার বক্তব্য ও কর্মকাণ্ডে দেশের মানুষের কোনো ক্ষতি হয়েছে, সেদিন আমি নির্দ্বিধায় ও আনন্দে অবসর নেব। নীতির প্রশ্নে পদত্যাগ করার অভ্যাস আমার আছে।’

রাজনীতি থেকে অবসর গ্রহণে অর্থমন্ত্রীর পরামর্শের প্রতিক্রিয়ায় রোববার এক বিবৃতিতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রীর অবসর গ্রহণের সিদ্ধান্ত সংবলিত বক্তব্য দেখেছি। মাননীয় অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই গুণী মানুষ, এ ব্যাপারে আমার শ্রদ্ধা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কে সমালোচনা করতেই পারি আর সমালোচনা করা ভুল নয়।’

‘অর্থমন্ত্রী তার অবসর গ্রহণের বক্তব্যের শেষ দিকে আমাকেও অবসর গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। এই ব্যাপারে আমার বক্তব্য হলো- যেদিন আমি দেখব আমার বক্তব্য এবং কর্মকাণ্ডে দেশের মানুষের কোনো ক্ষতি হয়েছে সেদিন আমি নির্দ্বিধায় ও আনন্দে অবসর গ্রহণ করব। নীতির প্রশ্নে পদত্যাগ করার অভ্যাস আমার আছে,’ বলেন প্রাক্তন এই রাষ্ট্রপতি।



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ