ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কলমাকান্দায় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ইকবাল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলমাকান্দায় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকার লেঙ্গুরায় পতাকা বৈঠকের পর শনিবার বিকেলে এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

জানা গেছে, গত প্রায় দেড় বছর আগে আলী কৃষ্ণ শাহাজাদা (৬৫) সীমান্ত পথে ভারতের মেঘালয় প্রদেশে যান। সেখানে পুলিশের হাতে আটক হন তিনি। পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সাজা শেষে শনিবার বিকেল ৪টার দিকে বিএসএফ ও বিজিবি সীমান্ত এলাকায় পতাকা বৈঠক করে তাকে বিজিবির কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে বিজিবি তাকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।



রাইজিংবিডি/নেত্রকোনা/১৪ জানুয়ারি ২০১৭/ইকবাল হাসান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়