ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কলারোয়া পৌর মেয়র আকতারুল বরখাস্ত

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫২, ১৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলারোয়া পৌর মেয়র আকতারুল বরখাস্ত

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মঙ্গলবার তাকে সাময়িকভাবে বরখাস্ত’র কথা জানানো হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন জানান, কলারোয়ার এই পৌর মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পৌরসভায় আসেন না। পৌরসভায় না আসায় পৌরসভার সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জানার পর গত ৮ আগস্ট পৌর আইনের-২০০৯ এর ৩১ ধারা এর উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে আকতারুল ইসলামকে পৌরসভার মেয়রের পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা হামলা করে। সেই ঘটনায় করা মামলায় সে সময়কার উপজেলা ছাত্রদলের সভাপতি বর্তমান পৌরসভার মেয়র আকতারুল ইসলাম চার্জশিটভূক্ত ৯নং আসামি। বর্তমানে তিনি  এই মামলায় জেল খেটে জামিনে আছেন।




রাইজিংবিডি/সাতক্ষীরা/১৬ আগস্ট ২০১৮/এম.শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়