ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাউন্সিলে জাপার নেতৃত্ব নির্ধারণ : রওশন এরশাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাউন্সিলে জাপার নেতৃত্ব নির্ধারণ : রওশন এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মীরাই জাতীয় পার্টির নেতৃত্ব নির্ধারণ করবে বলে জানিয়েছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার দুপুরে রাজধানী গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘শিগগিরই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আলাপ-আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ ঠিক করা হবে। সেই কাউন্সিলেই নির্ধারণ করা হবে জাতীয় পার্টির নেতৃত্ব।’

বিরোধী দলের উপনেতা বলেন, ‘জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টিতে কোনো বিভ্রান্তি নেই।’

রওশন বলেন, ‘সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি চাকরির বয়স বাড়িয়ে ৩৫ বছর করতে হবে। আশা করি সরকার সেটা বাস্তবায়ন করবে।’

ছাত্র সমাজের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে লেখাপড়া করে যোগ্য মানুষ হতে হবে। সবাইকে মানবিক গুনাবলী সম্পন্ন হতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করে অবদান রাখতে হবে দেশের রাজনীতিতে। একজন মানুষ হিসেবে গড়ে উঠতে সিলেবাসের বাইরেও পড়াশোনা করতে হবে।’

রাত জেগে অতিরিক্ত ফেসবুক ব্যবহার না করতেও ছাত্র সমাজের প্রতি আহবান জানান রওশন এরশাদ।

জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, এমএ মান্নান, ব্যরিষ্টার শামিম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্র সমাজের সাবেক নেতা শামীম আহমেদ রিজভী, মাখন সরকার, মাহতাব হোসেন লিয়ন, মোখলেসুর রহমান বস্তু।



রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৯/নঈমুদ্দীন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়