ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কাচামরিচের দাম বেড়েছে, কমেছে শিমের

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাচামরিচের দাম বেড়েছে, কমেছে শিমের

নিজস্ব প্রতিবেদক : কোরবানির সময় হঠাৎ করে বেড়ে যায় কাচামরিচের দাম। এরপর ধীরে ধীরে কমতে থাকে। গত সপ্তাহ পর্যন্ত কাচামরিচের কেজি এসে দাঁড়ায় ৪০ থেকে ৫০টাকায়।

আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী আড়ত সংলগ্ন খুচরা বাজারে কাচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

ওই বাজারের ব্যবসায়ীরা জানান, এ সপ্তাহে সাদা বেগুনের দাম বেড়েছে ১০টাকা। গত সপ্তাহে সাদা বেগুন ছিল ৩০ টাকা। আজ বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। বেড়েছে কুশির দাম। কুশি (রেহা) ছিল ২০ টাকা, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। টমেটোর দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। কেজি প্রতি ৩০ টাকা কমেছে শিমের দাম। ১০০ টাকা থেকে শিম বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

এছাড়া পটলের কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা, ঝিঙ্গা ৩০, করল্লা ৩০, ঢেরস ৩০, আমড়া ৩০,  কাকরোল ৩০, বরবটি ৪০, কচুর লতি ৪০, কচুর গাটি ৩৫, পেপে ১৫, লাউ আকার ভেদে ১০ থেকে ২০ টাকা,  লাল শাকের আটি ৫ টাকা, পুইশাকের দুই আটি ১৫ টাকা, লাউ শাখের আটি ৫ টাকা, কলমি শাকের তিন আটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়