ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কানাডিয়ান হাইকমিশনের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কানাডিয়ান হাইকমিশনের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : ৪ লাখ ১৪ হাজার ডলার আত্মসাতের অভিযোগে কানাডায় বাংলাদেশ হাইকমিশনের প্রাক্তন কাউন্সিলর (স্থানীয়) মো. মকসুদ খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপ-পরিচালক মাহাবুবুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই মামলা দায়েরের জন্য অনুমোদন দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. মকসুদ খান মেশিন রিডেবল পাসপোর্ট বাবদ সরকারি খাতে ৪ লাখ ১২ হাজার ৩৮২ কানাডিয়ান ডলার জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ছাড়া একই ব্যাংক ড্রাফট একাধিকবার ব্যবহার করে ১৫০০ কানাডিয়ান ডলার ও জনৈক খালিদ হাসানের পাসপোর্ট ফি বাবদ মকসুদ খান ৩২০ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে তার ওপর অর্পিত আর্থিক দায়িত্ব লঙ্ঘন করে মোট ৪ লাখ ১৪ হাজার ২০২ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়