ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কারমাইকেলে শিক্ষার্থীরাই ঝুলিয়ে দিল তালা

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৭, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারমাইকেলে শিক্ষার্থীরাই ঝুলিয়ে দিল তালা

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের কারমাইকেল কলেজে এবার শিক্ষার্থীরাই তালা ঝুলিয়ে দিয়েছে। তাদের দাবি অধ্যক্ষ বনাম শিক্ষকদের চলমান দ্বন্দ্ব  দ্রুত নিরসনের।

স্বাধীনতা স্বপক্ষের সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা এক হয়ে সোমবার এ কাণ্ড ঘটায়।

শিক্ষার্থীরা জানায়, গত ১০ ফেব্রুয়ারি থেকে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষকরা অধ্যক্ষ’র অপসারণ দাবিতে আন্দোলনে নামে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিও তদন্ত করে যায়। তারপরও ঘটনার সুরাহা না হওয়ায় শিক্ষার্থীরা তালা ঝুলানোর সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, শিক্ষার্থীরা অধ্যক্ষ’র কক্ষ, প্রশাসনিক ভবন, সকল বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে। এরপর তারা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিলও করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ মিনার পাদদেশে সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন- আমিন, রেজা লোটন, আরিফ প্রমুখ। বক্তারা অবিলম্বে অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে যে সংকট সৃষ্টি হয়েছে নিজেরাই বসে নিরসনের করতে বলেন।  তা না হলে কলেজ তালাবদ্ধই থাকবে বলেই জানান।

 

 

রাইজিংবিডি/রংপুর/১২ মার্চ ২০১৮/নজরুল মৃধা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়