ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কালীগঞ্জে এসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালীগঞ্জে এসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

এসআই জামিল উদ্দিন রাশেদ

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : সাদা পোশাকে অভিযানে গিয়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের প্রেক্ষাপটে গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের এক এসআই ও তিন  কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার দুপুরে কালীগঞ্জ থানার এ চার পুলিশকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ।

প্রত্যাহার হওয়া পুলিশের সদস্যরা হলেন- এসআই জামিল উদ্দিন রাশেদ, কনস্টেবল জিয়াউর রহমান, নজরুল ইসলাম ও মো. মনির হোসেন।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসআই জামিল উদ্দিন রাশেদের নেতৃত্বে এ  তিন কনস্টেবল উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খ্রিস্টান পল্লিতে সাদা পোশাকে অভিযান চালায়। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, প্রশাসনিক কারণে এক এসআই ও তিন কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।



রাইজিংবিডি/গাজীপুর/২৭ মার্চ ২০১৭/রফিক সরকার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়