ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কালীগঞ্জে চালকের অসাবধানতায় সহকারীর মৃত্যু

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালীগঞ্জে চালকের অসাবধানতায় সহকারীর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস পরিবহনের বাসের চালক বিল্লাল হোসেনের অসাবধানতায় ওই বাসের সহকারী ফারুক হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।

রোববার সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের আড়িখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় ওই গাড়ির এক নারী যাত্রী আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়ি গ্রামের মোহাম্মদ হোসেন খানের ছেলে। চালক লক্ষ্মীপুর সদর উপজেলার মিরাপুর গ্রামের মৃত আমিনুল্লাহর ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২০৪৫৫) একটি গাড়ি টঙ্গী-কালীগঞ্জ সড়কের আড়িখোলা নামক স্থানে পৌঁছায়। এ সময় চালক তার দ্রুতগতির গাড়িটি সাইড করতে গেলে অসাবধানতাবশত রাস্তার পাশের মার্কেট ভবনের কোনায় লেগে ঘটনাস্থলে ওই গাড়ির হেলপারের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ি ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে।



রাইজিংবিডি/কালীগঞ্জ/২৮ এপ্রিল ২০১৯/রফিক সরকার/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়