ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কালীগঞ্জে ৬ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালীগঞ্জে ৬ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

কালীগঞ্জ সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬ কিলোমিটার অবৈধ লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর ও দক্ষিণসোম এলাকার ৭টি পয়েন্টে এই অভিযান চালায় তিতাস গ্যাস টঙ্গী জোনালের ভ্রাম্যমাণ একটি দল।

তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব এ অভিযানের নেতৃত্বে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টঙ্গী জোনের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী রিদওয়ানুজ্জামান, সহকারী ব্যবস্থাপক শাহ মো. এমদাদ, টেকনেশিয়ান মো. মমতাজ উদ্দিন প্রমুখ। 

জানা গেছে, সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর ও দক্ষিণসোম এলাকায় দুই ইঞ্চি বিতরণ লাইনের ২টি ও ১ ইঞ্চি বিতরণ লাইনের ৫টি মোট ৭টি পয়েন্টের ৬ কিলোমিটার এলাকার প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় পাঁচ শতাধিক রাইজার, ১ ইঞ্চি পাইপ সাড়ে ৩০০ ফুট ও ৩/৪ ইঞ্চি ২০০ ফুট পাইপ জব্দ করা হয়।

ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।



রাইজিংবিডি/কালীগঞ্জ/১৭ এপ্রিল ২০১৭/রফিক সরকার/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়